ময়মনসিংহের তারাকান্দায় ৬ দিন ধরে নিখোঁজ থাকা শাহিনুর আলম ইকবাল (১৯) নামের এক পলিটেকনিক্যাল ইন্সটিটিউট শিক্ষার্থীর লাশ করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, নিখোঁজের পর বাড়ির পাশের পরিত্যাক্ত টয়লেটের ট্যাংকি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
ওই শিক্ষার্থীর নাম শাহিনুর আলম ইকবাল (১৯)। তিনি স্থানীয় পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীর ছিলেন। আজ শনিবার (০৫ জুন) দুপুর ২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে, গত মঙ্গলবার (০১ জুন) রাত ১০টার দিকে নিজ বাড়িতে খাবার খেয়ে পাশের দোকানে চা পান করতে ঘর থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। পরে এ ব্যাপারে গত বুধবার (০২ জুন) তারাকান্দা থানায় নিখোঁজ শিক্ষার্থীর বাবা আব্দুর রউফ একটি জিডি করেন।
পরে শনিবার সকাল থেকে নিখোঁজ শিক্ষার্থীর বাড়ি থেকে প্রায় ২শ’ মিটার দূরে খেলার মাঠের পাশে পরিত্যাক্ত বাথরুমের টাংকি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। তারাকান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুপুরে ২টার দিকে পরিত্যাক্ত বাথরুমের টাংকি থেকে তার লাশ উদ্ধার করে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের সোহেল এ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিত্যাক্ত ওই সেপটিক ট্যাংক থেকে মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করে। এ ব্যাপারে পরে আরো বিস্তারিত বলা যাবে।’