প্রধানমন্ত্রী বলেছেন, ‘একটা সমাজের অর্ধাংশ নারী। সমাজ উন্নত করতে হলে, সেখানে নারীদের সমানভাবে তৈরি করতে না পারলে সেই সমাজ কীভাবে গড়ে উঠবে? সমাজের অর্ধাংশ নারীদের যদি এগোতেই না দিই, তাহলে কী করে একটা সমাজ দাঁড়াতে পারে? সমাজকে তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হবে।’
বুধবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস উদযাপন ও বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আজ আমাদের মেয়েরা অনেক এগিয়ে গেছে। আমরা চাই, আমাদের দেশের মেয়েরা সমানভাবে এগিয়ে যাক। কারণ, বেগম রোকেয়াই আমাদের পথ দেখিয়ে গেছেন।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘তিনি (বেগম রোকেয়া) সমাজে একটা বিবর্তন নিয়ে এসেছিলেন। অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে তিনি এই দেশের নারী সমাজকে এগিয়ে নিয়ে আসেন এবং তাদের শিক্ষায় আলোকিত করেন। বেগম রোকেয়া বলতেন, ‘কন্যাগুলিকে সুশিক্ষিত করিয়া কার্যক্ষেত্রে ছাড়িয়া দাও। নিজের অন্ন-বস্ত্র উপার্জন করুক।”