নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কামতাল এলাকায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে এক বখাটে যৌন হয়রানি করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১ ফেব্রুয়ারি) প্রাইভেট পড়তে যাওয়ার পথে এ ঘটনার শিকার হয় ওই ছাত্রী। পরে বখাটে ইয়াসিন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, যৌন হয়রানির শিকার ছাত্রীটি স্থানীয় শেখ জামাল স্কুলের শিক্ষার্থী। করানোভাইরাসের কারণে বিদ্যালয় বন্ধ থাকায় স্থানীয় এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তো সে। সোমবার সেখানে যাওয়ার পথে নির্জন স্থানে ইয়াসিন মিয়া নামে ওই বখাটে তাকে জোরপূর্বক যৌন হয়রানি করে।পরে মেয়েটির চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। এসময় নিপীড়নের শিকার মেয়েটিকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেন। এছাড়া বখাটে ইসমাইলকে পুলিশের হাতে সোপর্দ করেন।
এ বিষয়ে বন্দর থানার ওসি দীপক কুমার সাহা জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে আসামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।