মোহাম্মদ ইব্রাহিম খলিল, ঝালকাঠি জেলা প্রতিনিধি:- ঝালকাঠির নলছিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যার্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর)
পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরন, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠ নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে ২৩/০৯/২৩ তারিখ রোজ শুক্রবার বিকালে নলছিটি পৌরসভার মল্লিকপুর দলীয় কার্যালয়ে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ কুদ্দুস মল্লিক। প্রধান অতিথি হিসাবে তৃণমূল প্রতিনিধি
সম্মেলনে বক্তব্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল আলম যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ মুহাম্মাদ শাখাওয়াত হোসেন সেক্রেটারী ,ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা, আলহাজ্ব মাওলানা আব্দুল কুদ্দুস হাওলাদার
, সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখা, প্রধান বক্তা হিসাবে প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ (বরিশাল বিভাগ) আরো বক্তব্য রাখবেন মোঃ ইব্রাহিম খলিল, সহ সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন, ঝালকাঠি জেলা, মোহাম্মদ ওয়ালীউল্লাহ সর্দার, সাধারণ সম্পাদক, ইসলামী ছাত্র
আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা এসময় জেলা , উপজেলা,বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, যুব,ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ স্থানীয় কর্মীগণ উপস্থিত ছিলেন।