গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন সাম্প্রদায়িক লোক। আর বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রদায়িক। ফলে তার জন্মশতবার্ষিকী উপলক্ষে মোদিকে এনে সাম্প্রদায়িক চেতনায় আঘাত করবেন না। জাতীয় স্বার্থে এ সিদ্ধান্ত প্রত্যাহার করুন।
শুক্রবার (১২ মার্চ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে আয়োজন বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
ডা. জাফরুল্লাহ আরও বলেন, নরেন্দ্র মোদি কখনোই বাংলাদেশের বন্ধু হতে পারে না। নিজ দেশে সে হিন্দুত্ববাদের নামে মুসলমানদের ধ্বংস করেছে। এমন সে যে ধর্ম পালন করে সেই ধর্মের লোকদেরও নানা প্রতিবন্ধকতায় ফেলেছে।