পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন এতেই আমরা খুশি। নরেন্দ্র মোদীর এই সফরে কোনো ইস্যুই আলোচনার টেবিলে গড়াবে না। উনার এবারের সফর বাংলাদেশর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষ্যে।
আজ শুক্রবার (১২ মার্চ) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের এত বড় একটি উৎসবে বিশ্বের বড় বড় ব্যক্তিরা আসছেন সেটাই বড় বিষয়। এটিই আমাদের বড় পাওয়া। ভারতের সমস্যা আছে বলেই তিস্তা চুক্তি বাস্তবায়ন হয়নি। সেটি আমারা বুঝি।