ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের সম্মেলনের স্থান ব্যবহারে প্রশাসনিক নিষেধাজ্ঞার তীব্র নিন্দ জানিয়েছেন।
আজ ০১ ফেব্রুয়ারি ২০২২ইং রোজ মঙ্গলবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক ইউসুফ পিয়াস এক যৌথ বিবৃতিতে নগর সম্মেলনের স্থান ব্যবহারে প্রশাসনিক নিষেধাজ্ঞায় সংবিধান ও মৌলিক অধিকার পরিপন্থি এই গণবিরোধী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ বলেন, সংবিধানে অবাধে সভা-সমাবেশ করার অধিকার যেকোনো নাগরিক ও সংগঠনের আছে। কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব শাখার নগর সম্মেলন ২০২২ এর নির্ধারিত স্থান রাজধানীর যাত্রাবাড়ির আরবেন কনভেনশন ব্যবহারে নিষেধাজ্ঞা জানিয়েছে প্রশাসন। স্বাধীন দেশে একটি শান্তিপূর্ণ আদর্শিক ছাত্র সংগঠনের বার্ষিক সম্মেলনের হল ব্যবহারে নিষেধাজ্ঞা একটি ন্যাক্কারজনক ঘটনা।
নগর সভাপতি শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের হল সম্মেলন অবাধে অনুষ্ঠিত হলেও আমাদের পূর্ব নির্ধারিত যাত্রাবাড়িস্থ আরভেন কনভেনশন সেন্টারে নগর সম্মেলন করতে কেন নিষেধাজ্ঞা প্রদান করার মাধ্যমে একই দেশে দ্বৈতনীতির বহিঃপ্রকাশ ঘটেছে যা কোনভাবেই মেনে নেওয়া যায় না।
আগামীকাল ০২ ফেব্রুয়ারি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের নগর সম্মেলন ২০২২ পূর্ব ঘোষিত যাত্রাবাড়ির আরভেন কনভেনশন হলের অনুমতি না পাওয়ায় সম্মেলনের স্থান পরিবর্তন করে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে বাদ জোহর হতে শুরু করবেন বলে ঘোষণা দেন নেতৃবৃন্দ।
একইসাথে ঢাকা মহানগর পূর্বের সকল নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সম্মেলন সফল করার আহ্বান জানান তারা।