নওগাঁয় জেলা প্রশাসকের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জেলা নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় মদের বার বন্ধ করার ব্যাপারে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন জেলা প্রশাসক মহাদয়।
আজ রবিবার সকালে ইসলামী আন্দোলনের নওগাঁ জেলা শাখার এক প্রতিনিধি দল নওগাঁয় মদের বার স্থাপন বন্ধের দাবী বিষয়ক এক মত বিনিময় সভায় নওগাঁ জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ হারুন-অর-রশিদ এর সভাকক্ষে মিলিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নওগাঁ জেলা শাখার সভাপতি জনাব আলহাজ্ব মোঃ মশিহুর রহমান (মকছুদ), সহ-সভাপতি- আলহাজ্ব মাওঃ মোঃ মোশারফ হোসেন, প্রশিক্ষণ সম্পাদক- আলহাজ্ব মাওঃ মোঃ জামাল উদ্দীন, সেক্রেটারী- জনাব মোঃ আশরাফুল ইসলাম, সহঃ সেক্রেটারী জনাব প্রভাষক মোঃ শহিদুল আলম এছাড়া নওগাঁ পৌর কমিটির সেক্রেটারী ও নওগাঁ পৌর সভার সাম্ভাব্য মেয়র প্রার্থী জনাব মোঃ আতিকুর রহমান ।
আলোচানায় জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে আশস্ত করেন যে, নওগাঁয় কোনো মদের বার এই পরিস্থিতিতে স্থাপন হবে না।
উল্লেখ্য, ইসলামী আন্দোলনের ব্যানারে ইতোপূর্বে নওগাঁয় মদের বার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি, প্রতিবাদ সভা ও স্মারকলিপি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের মুক্তির মোড় নওজোয়ান মাঠের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে ইসলামী আন্দোলন নওগাঁ জেলা শাখা। ইসলামী আন্দোলন নওগাঁ জেলা শাখার সভাপতি মসিউর রহমান মকছুদের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা জামাল উদ্দীন, মাওলানা দেলোয়ার হোসেন, হাফেজ ওমর আলী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, নওগাঁয় স্থাপিত মদের বার এক সপ্তাহের মধ্যে বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তা বন্ধ করা হবে বলে জানান। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।