শুক্রবার (৩০ জুন) রাত ১২ টায় নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্ব চিকিৎসক ডা. নাফিউল ইকবাল প্রভাস বিষয়টি নিশ্চিত করেছেন। মুহাম্মাদ ফরহাদ আলম, নওগাঁ জেলা প্রতিনিধি তিনি জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নওগাঁ শহরের বাইপাসের
মোড়ে আব্দুল জলিল শিশু পার্কের সামনে এই দুর্ঘটনা ঘটে এতে ২৮ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বাকিদের মধ্যে সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ বাড়িতে চলে গেছেন।