নওগাঁ প্রতিনিধি : “অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” -এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প
বাস্তবায়নের আয়োজনে শুত্রুবার (১৩ই অক্টোবর) উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, উপজেলা পরিষদের ভাইস
চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শোয়েব খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম জিল্লুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোকলেছুর রহমান, উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোঃ রায়হানুল ইসলাম, নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।