ধর্ষণ মামলার বাদী এক নারীকে ‘দুশ্চরিত্রা’ বলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। ফেইসবুক লাইভে এসে ওই নারীকে এ কথা বলেছিলেন ডাকসুর সাবেক ভিপি নূর।
বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে ভুক্তভোগী ওই নারী। এর আগে তিনিই নূরসহ ছাত্র অধিকার পরিষদের ছয় নেতার বিরুদ্ধে ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা, চরিত্র হনন ও সাইবার বুলিংয়ের অভিযোগে তিনটি মামলা করেছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় করা মামলার আরজিতে দুইজনকে সাক্ষী করা হয়েছে।
জানা যায়, ওই শিক্ষার্থীর করা ধর্ষণ মামলার আসামিদের ধরতে রবিবার মধ্যরাতে বিভিন্ন জায়গায় পুলিশের অভিযানের মধ্যে ফেইসবুক লাইভে এসে ঘণ্টার বেশি সময় কথা বলেন সাবেক ভিপি নূর। এসময় এক ফাঁকে ওই বাদী নারী শিক্ষার্থীকে ‘দুশ্চরিত্রা’ আখ্যায়িত করেন তিনি।
এদিকে ধর্ষক ও তাদের সহযোগীদের গ্রেপ্তার দাবিতে টিএসসির রাজু ভাস্কর্যে একাই অনশনে চালিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী। এর মধ্যে একসময় অসুস্থ হয়ে পড়েন ওই শিক্ষার্থী।