রাজধানীর ইংরেজি মাধ্যম পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত তানভীর ইফতেখার দিহানের পরিবার বলছে, দেশের প্রচলিত আইন ও পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী যদি সে (দিহান) দোষী হয়ে থাকলে তার বিচার হোক। আমরাও সেটা চাই।
তার মা বলেছেন, এভাবে আমাদের পুরো পরিবারকে দোষারোপ করা ঠিক না। মিডিয়া থেকে শুরু করে সবাই আমাদের পরিবারকে এভাবে অপমান করতে পারেন না।
দিহানের মা সানজিদা সরকার বলেন, বিচারে যদি প্রমাণ হয় দিহান আসামি, যা শাস্তি হবে আমরা মেনে নেবো। কিন্তু সবাই আমাদের পরিবারকে এভাবে অপমান করতে পারেন না। আমার নিজের সম্পর্কেও অনেক মিডিয়াতে বাজে মন্তব্য করছে। এভাবে বলা ঠিক না।
তিনি বলেন, এ ঘটনার পর আমাদের সঙ্গে একটা মানুষও দেখা করতে আসেনি। আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তারাও কথা বলছেন না। কেউ দেখাও করছে না। মিডিয়া আমাদের পুরো পরিবারকে দোষ দিচ্ছে। এখানে আমাদের পরিবার কিভাবে অপরাধ করলো?
তিনি আরও বলেন, এ ঘটনায় আমি আইন অনুযায়ী বিচার চাই। আমরা যতটুকু মনে করি, এটা ধর্ষণ না।