দেশ রক্ষায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিএনিপ-জামায়াত ঠেকানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। তিনি বলেছেন, সাবধান থাকতে হবে। পরাজিত অপশক্তি বিএনপি-জামায়াত দেশকে ধ্বংস করার নতুন ষড়যন্ত্রে মেতেছে।
শনিবার সাংগঠনিক সফরে চট্টগ্রাম যাওয়ার পথে ফেনীর মহিপালে জেলা যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি-জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, করোনা মহামারির সময় সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশের মানুষও যখন ভীত তখন তারা মানুষের পাশে না দাঁড়িয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র করেছে, অপরাজনীতি করছে এবং তা এখনও চালিয়ে যাচ্ছে। তারা দেশকে পিছিয়ে নিতে চায়।