র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন,
দেশে সাম্প্রদায়িক সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেয়া হবে। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে সবার সমান অধিকার রয়েছে।
তিনি আরও বলেন,
কেউ যদি সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে তা সহ্য করা হবে না। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। কোনো জঙ্গি ও সন্ত্রাসীর ঠাঁই এ দেশে হবে না।
আজ আসতে বৃহস্পতিবার দুপুর ২টায় ক্রাইম প্রিভেনশন কোম্পানি র্যাব-৯ এর হবিগঞ্জের সিপিসি-১ এর নতুন ইউনিটের উদ্বোধন শেষে সুনামগঞ্জের শাল্লা হরিপুরের নোয়াগাঁও গ্রামের ঘটনায় স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাবের মহাপরিচালক এসব কথা বলেন।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সিপিসি-১ এর নতুন ইউনিটের আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে অস্থায়ী ক্যাম্পের ভবনটি উদ্বোধন করেন। এ সময় র্যাব পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।