বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েটকে) পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিং ২০২১-এ দেশের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আবারও দেশসেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হয়েছে ঢাবি।
মঙ্গলবার কিউএস টপ ইউনিভার্সিটিজের ওয়েবসাইটে এই র্যাংকিং প্রকাশ করা হয়। এতে এবার বাংলাদেশের ৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে; যার মধ্যে ৩টি সরকারি এবং ৪টি বেসরকারি।
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সেরা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান এশিয়ার মধ্যে অনেক নিচে। এশিয়ার র্যাংকিংয়ে এটির অবস্থান ১৩৪তম। যেখানে বুয়েট আছে ১৯৯তম অবস্থানে। এছাড়া গতবছর কিউএস র্যাংকিংয়ে স্থান পাওয়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবারও এই তালিকায় স্থান করে নিয়েছে।
আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশে প্রথম অবস্থানে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এটির অবস্থান অবস্থান ২৯১-৩০০। দ্বিতীয় স্থানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩০১-৩৫০। এরপরের অবস্থানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (অবস্থান ৩৫১-৪০০) এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (অবস্থান ৪০১-৪৫০)। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথমবারের কিউএস র্যাংকিংয়ে প্রবেশ করেছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি।
মোট পাঁচটি মানদণ্ড যাচাই করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে গৃহীত তথ্যের ভিত্তিতে এই প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় র্যাংকিং প্রদান করে। পাঁচটি মানদণ্ড হচ্ছে, প্রাতিষ্ঠানিক খ্যাতি, শিক্ষক ও প্রাতিষ্ঠানিক কর্মচারীদের যোগ্যতা ও দক্ষতা, শিক্ষক-ছাত্রের অনুপাত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিভাগীয় কৃতিত্ব তথা গবেষণা ও অন্যান্য এবং আন্তর্জাতিক পর্যালোচনা।