জানা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে গত শনিবার রাত সাড়ে নয় টায় দুই মাদকসেবীকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল মোবাইল টিমের সদস্যরা। আটককৃতদের নিয়ে যাওয়ার সময় তাদেরকে ছেড়ে দিতে তদবিরের অভিযোগ উঠেছে ডাকসু’র সদ্য সাবেক সদস্য ও ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত নয়টার দিকে টিএসসি’র অতিথি কক্ষের সামনের সিঁড়িতে বসে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে প্রকাশ্যে গাঁজা খেতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা বিষয়টি প্রশাসনকে অবহিত করলে তৎক্ষণাৎ প্রক্টরিয়াল মোবাইল টিমের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগীকে জিজ্ঞাসাবাদ করলে তথ্যের সত্যতা পাওয়া যায়। পরে তাদেরকে নিয়ে যাওয়ার সময় টিএসসি’র ফটকের সামনে সৈকত ও তাঁর সঙ্গীরা আটককৃতদের ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। এক পর্যায়ে সাংবাদিকদের উপস্থিতিতে প্রক্টরিয়াল টিম সৈকতের অনুরোধ প্রত্যাখান করে।
তবে তদবিরের বিষয়টি অস্বীকার করেন তানভীর হাসান সৈকত।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী বলেন, ভুক্তভোগীরা আমাদের শিক্ষার্থী। ওদের মুচলেকা নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, বিষয়টি তাদের নিজ নিজ বিভাগে জানানো হবে এবং তাদেরকে কাউন্সিলিংয়ের আওতায় আনা হবে।