পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রামে আত্রাই নদীর ওপর দুই কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ ও সংযোগ সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়েছে। ফলে মালবাহী ট্রাক উল্টে বসতবাড়ির মধ্যে ঢুকে পড়ে।
এ ঘটনায় শিশুসহ ঘরে থাকা দুই নারী আহত হয়েছেন। ভেঙে যায় বাড়ির আসবাব।
সংশ্নিষ্ট সূত্রে জানা যায়, বনগ্রাম হাটকে যানজটমুক্ত করতে হাটের পূর্ব পাশে মহাসড়কের উত্তরে আত্রাই নদীর ওপর চলতি অর্থবছরে ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণ করে এলজিইডি। সোমবার ব্রিজের দক্ষিণ পাশের সংযোগ সড়ক ধসে একটি ট্রাক উল্টে বসতবাড়িতে ঢুকে পড়ে। এ সময় বিকট শব্দে রমজান আলী শেখ ও মাজেদা খাতুনের বাড়ির চারচালা টিনের দুটি ঘর ভেঙে দুমড়েমুচড়ে যায়। আহত হন মাজেদা খাতুন, মেয়ে ফেরদৌসী খাতুন ও ছেলে ফাহিম হোসেন।
এ ঘটনায় স্থানীয়রা ঠিকাদার ও সংশ্নিষ্ট কর্মকর্তাদের অনিয়ম নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন। প্রথম থেকেই তারা ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ করে আসছিল।
ওই সড়কে গিয়ে দেখা যায়, ব্রিজের উত্তর পাশে সড়কে পুঁতে রাখা পিলার ধসে পড়ে গেছে। সড়কের বিভিন্ন স্থানে ধস দেখা দিয়েছে। প্রকল্প কাজের ঠিকাদারকে বারবার ফোন করলেও সাড়া মেলেনি।