কক্সবাজারের মহেশখালীতে এক কিশোরীকে প্রেমিকসহ তিন বন্ধু মিলে গণধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গপাড়ার ওই কিশোরীর সঙ্গে একই ইউনিয়নের পাশের গুলগুলিয়া পাড়ার আলী আহম্মদের ছেলে নুরুল হাকিমের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গত ১১ অক্টোবর রাতে ওই কিশোরীকে ফোন করে বাড়ি থেকে ডেকে আনে তারা।
ওসি বলেন, পরে ওই কিশোরী প্রেমিক উল্লিখিত স্থানে পৌঁছালে নুরুল হাকিমের সঙ্গে খায়রুল আমিন ও মোহাম্মদ এবায়দুল্লাহ নামে আরও ২ যুবককে দেখতে পায়। একপর্যায়ে তারা ৩ বন্ধু মিলে ওই কিশোরীকে ধর্ষণ করে। পরে ওই কিশোরী বাড়ি ফিরে ঘটনাটি তার মাকে জানায়।
কিশোরী মা বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।





