‘তারেক রহমানরা যতই ষড়যন্ত্র করুক, কোনো লাভ হবে না। সব ষড়যন্ত্রের জাল ভেদ করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবেই।’
ঢাকার ধামরাইয়ের মুকিমপুরের বংশী নদী পরিদর্শন শেষে গতকাল সুধী সমাবেশে এসব কথা বলেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।
শামীম বলেন, তারেক রহমানরা যতই ষড়যন্ত্র করুক কোনো লাভ হবে না। সব ষড়যন্ত্রের জাল ভেদ করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবেই। কারণ, বিএনপির পুরনো অভ্যাস হচ্ছে দেশবিরোধী ষড়যন্ত্র করা, আওয়ামী লীগের কাজ হচ্ছে ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়া। এ কারণেই বিশ্ব নেতৃবৃন্দও বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কাছেই নিরাপদ’।
পানিসম্পদ উপমন্ত্রী বলেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ। তাঁদের সঙ্গে জনগণ নেই। তাই তাঁরা দেশে এবং বিদেশে বসে বিশ্বের বড় বড় মাফিয়া চক্রের সঙ্গে বৈঠক করে ষড়যন্ত্র করছেন। তাঁরা যত ষড়যন্ত্রই করুক, সফল হবেন না। কারণ দেশের ১৬ কোটি জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছে।’
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সাকু, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজিব আহমেদ রাসেলসহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।