মাওলানা তারিক জামিল হাফি.’র হৃদয়ছোঁয়া বয়ান পৃথিবীব্যাপী সমাদৃত। উম্মাহর এই দরদি রাহবার ব্যক্তিজীবনেও অতুলনীয় আখলাকের অধিকারী। সম্প্রতি একটি ঘটনা ব্যাপক সাড়া ফেলে স্যোসাল মিডিয়ায়।
পাকিস্তানের ইসলামাবাদে ছোট্ট এক বাচ্চা বাইক এক্সিডেন্টে কিডনিতে মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালের বেডে শুয়ে ভিডিওতে মনের আশা ব্যক্ত করে বলল, মাওলানা তারিক জামীল সাহেব! আপনি খুব ভাল মানুষ! আপনাকে খুব ভালবাসি! আপনি আমার দিল, হৃদয়! আমার জিবনের চাওয়া হল আপনার সাক্ষাত৷
ভিডিওটি কোনো এক মাধ্যমে তারিক জামীল সাহেব পর্যন্ত পৌঁছলে তিনি তিন চার দিন যাবত তার খোঁজ নিয়ে ফয়সালাবাদ থেকে ইসলামাবাদ প্রায় ৩২০ কিলোমিটার রাস্তা সফর করে ঐ বাচ্চার সাথে সাক্ষাত করতে যান৷
বাচ্চাটি তখন মাওলানা তারিক জামিল কে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ে।
সালাম নামের সেই ছেলেটি অবশেষে আজ মারা গেল।
মাওলানা তারিক জামিল তার মৃত্যু সংবাদ শুনে মর্মাহত হন। তিনি তার পরিবার-পরিজন সহ সকলের জন্য দোয়া করেন।
সূত্র: Tariq Jamil ভেরিফাইড পেইজ।