আজ বিকাল ৪ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে বাংলাদেশ গণ অধিকার পরিষদ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রেক্ষাপটে “দাম কমাও, মানুষ বাঁচাও” স্লোগানের ভিত্তিতে তিন দফা দাবি নিয়ে বিক্ষোভ সমাবেশ করে।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট ডক্টর রেজা কিবরিয়া (আহ্বায়ক বাংলাদেশ গণঅধিকার পরিষদ)। তিনি সরকারের বর্তমান বিভিন্ন অনৈতিক কর্মকান্ড, অবৈধভাবে ক্ষমতায় আসা, এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কুফল তুলে ধরেন। এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান। নাহলে জনগণ এক দফা এক দাবি ভিত্তিতে সরকার পতনের আন্দোলনে বাংলাদেশ গণ অধিকার পরিষদের সাথে থাকবে বলে মন্তব্য করেন।
আরো বক্তব্য রাখেন ডাকসুর (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) সাবেক ভিপি নূরুল হক নূর। তিনি বলেন, এই সরকারের ১২ বছর ক্ষমতায় ১৪ বার পানির দাম, ৯ বার গ্যাসের দাম এবং ১২ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর আদম মূসা আরিফ বিল্লাহ বলেন, জনগণ যখন সরকারের বর্তমান তালবাহানায় অতিষ্ঠ হয়ে যাবে তখন এক দফা এক দাবির ভিত্তিতে সরকার পতনের আন্দোলনে মাঠে নামবে।দিকে দিকে একই সুর, রেজা নুর, রেজা নুর স্লোগান দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ন আহবায়ক রাশেদ খান শামীম ওসমানের খেলা হবে কথার সমালোচনা করতে গিয়ে বলেন,খেলা হবে তবে পুলিশ ও সামরিক সেনা কর্মকর্তাদের ছাড়া মাঠে নামো। আমরাও প্রস্তুত আছি।
শেষে “ছি ছি হাসিনা, লজ্জায় বাচিনা। ভাত দে পানি দে, নইলে গদি ছাইড়া দে। দিকে দিকে একই সুর, রেজা নুর, রেজা নুর” সহ বিভিন্ন স্লোগানে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের দিকে বিক্ষোভ মিছিল বের করে।