আবাসিক হল খুলতে ৭২ ঘন্টার যে আল্টিমেটাম দিয়েছে তা প্রত্যাহার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা এখন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
আগামীকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা রয়েছে বলে জানা গেছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৪টার দিকে ৫ সদস্যের একটি দল ভিসির কার্যালয়ে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে স্মারকলিপি দিতে গেলে এসময় তিনি এ তথ্য জানান।
পরে ৫টার দিকে ভিসির কার্যালয় থেকে বেরিয়ে আব্দুর রহমান নামে এক শিক্ষার্থী জানান, ৭২ ঘন্টার যে আল্টিমেটাম দিয়েছি তা প্রত্যাহার করেছি। ভিসি স্যার বলেছেন, আগামীকাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা রয়েছে। সেখানে এ বিষয়ে আলোচনা হবে। তারপর জানাবে কবে হল খুলে দেওয়া হবে। তাই আমরা একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্তের অপেক্ষায় থাকবো। এরপর আমাদের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।