ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব ও যুগ্ন আহবায়ক মশিউর রহমান মামুনকে গ্রেফতারের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কাটাবন এলাকা থেকে নিউমার্কেট থানা পুলিশ তাদের গ্রেফতার করে বলে অভিযোগ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব এবং যুগ্ম আহবায়ক মশিউর রহমানকে পুলিশ কাটাবন এলাকা থেকে গ্রেফতার করেছে বলে জানতে পেরেছি। কিন্তু তাদের বিরুদ্ধে কোনও মামলা নেই।
তবে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ রইচ উদ্দিন বলেন, রাকিব ও আরও একজনকে গ্রেফতার করা হয়েছে বলে শুনেছি। গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করতে পারে।