ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের পেছনে পানির পাম্প সংলগ্ন কেচি গেটের সঙ্গে লাগানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। কে বা কারা মৃত অবস্থায় নবজাতককে ওই স্থানে রেখে গেছে তা পুলিশ এখনো জানতে পারেনি।
বুধবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে নবজাতকটির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আল মোমেন জানান, বিকেলে খবর পেয়ে শহিদুল্লাহ হলের পেছনে পানির পাম্পের কেচি গেটের নিচ থেকে মেয়ে নবজাতকের মরদেহটি পাওয়া যায়। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এর আগে গত শনিবার (৫ ডিসেম্বর) জগন্নাথ হলের সামনে ড্রেনের পাশে রাস্তার উপর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। তার আগে গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছিলেন প্রক্টরিয়াল টিমের সদস্যরা।