ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি মৃত নবজাতককে উদ্ধার করা হয়েছে।নবজাতকটির গায়ে পচন ধরেছিল।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পিছনের উন্মুক্ত জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়।নবজাতকটির বয়স তিন থেকে চার দিন হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এসে তা উদ্ধার করে।
উদ্ধারকারী প্রক্টরিয়াল টিমের এক সদস্য সাইফুল ইসলাম জানান, নবজাতকটির গায়ে পচন ধরেছিল। সেটিকে কাক ঠুকরে খাচ্ছিল। পরে প্রক্টর ও শাহবাগ থানার সঙ্গে যোগাযোগ করে লাশটি ঢাকা মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করেন তারা।