ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ এই কুশপুত্তলিকা দাহ করে।
ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর হামলা বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাস্কর শিল্পী রাশা, সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদসহ প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের বক্তব্যে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। ফিলিস্তিনের ওপর হামলাকারী ইসরাইলি বাহিনীর নগ্ন হামলা শতশত ফিলিস্তিন নাগরিকের জীবন কেড়ে নিয়েছে। মুসলিমদের পবিত্র মসজিদ আলআকসায় হামলার মাধ্যমে ইসরাইলি বাহিনী অত্যন্ত ঘৃণিত অপরাধ করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি নাগরিকদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আহবান জানাচ্ছি।