আজ ১লা ফেব্রুয়ারি বিশ্ব হিজাব দিবস উদযাপন উপলক্ষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা তাদের ক্যাম্পাস জুড়ে সাত দফা দাবী সম্বলিত ব্যানার ফেস্টুন প্রচারণা করে।
জানা যায়, জহু হলের এক ছাত্রলীগ কর্মী হিজাব ডে উপলক্ষে টানানো ব্যানার ছিড়ে ফেলার চেষ্টা করলে ইশার নেতাকর্মীরা প্রতিবাদ জানাতে গেলে একদল উগ্র ছাত্রলীগ সন্ত্রাসী তাঁদের ওপর অতর্কিত হামলা করে।
হামলায় ইশা ছাত্র আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুল হাসান,সাংগঠনিক সম্পাদক খায়রুল আহসান মারজান এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আবু বকর আহত হন।
ইশার নেতাকর্মীরা ছাত্রলীগের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।