মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এবং ঢাকা-আরিচা মহাসড়কে কর্মস্থলে ফেরা মানুষের ঢল নেমেছে। আজ শনিবার পোশাক কারখানা খোলার ঘোষণার পর থেকেই কর্মস্থলে ফিরছেন হাজার হাজার শ্রমিক।
দক্ষিণাঞ্চলের ২১টি জেলার মানুষ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা নদী পাড়ি দিয়ে আসছেন পাটুরিয়া ঘাটে। সেখান থেকে খোলা ট্রাক, পিক-আপ ভ্যান, মোটরসাইকেল, রিকশা, ভ্যান, প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশায় চড়ে পাঁচ থেকে ছয়গুণ বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে তাদের।
পাবনার কাজিরহাট থেকে ফেরিতে যমুনা নদী পাড়ি দিয়ে মানিকগঞ্জের আরিচা ঘাটে আসছেন এবং সেখান থেকে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে ঢাকায় ফিরছেন তারা।
ঘাটে এবং মহাসড়কে পুলিশ ও ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। কিন্তু যাত্রী এবং যানবাহনের চাপ এতোটাই বেশি যে, দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার নেই তাদের। ফেরি ও যানবাহনে তিল ধরনের ঠাঁই নেই।