কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক দু’জন হলেন- নূরুল ইসলাম প্রকাশ নূর ইসলাম (২৮) ও জামাল হোসেন প্রকাশ জামাল (২৯)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, উপজেলার ডেইলপাড়ায় কিছু ইয়াবাকারবারি ইয়াবা পাচারের জন্য সংঘবদ্ধ হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় ডেইলপাড়া থেকে ৪০ হাজার ইয়াবাসহ দু’জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি হাফিজুর।





