ফাইজারের টিকার ডোজ নিলেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার স্ত্রী ক্যারেন।
শুক্রবার হোয়াইট হাউজে টিকা প্রদান কর্মসূচি আয়োজন করা হয়েছিল। মাইক ও ক্যারেন পেন্সের সঙ্গেই টিকা নেন সার্জন জেনারেল জেরম অ্যাডামস। পুরো টিকা প্রয়োগ সরাসরি টিভিতে সম্প্রচার করা হয়।
টিকার ইঞ্জেকশন নেওয়ার পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পেন্স বলেন, ‘টিকা সুরক্ষিত। তেমন ব্যথাও লাগেনি। ভালো আছি।’
মার্কিন সংবাদমাধ্যম এসবিএস এখবর জানিয়েছে।
করোনা টিকায় আশা জাগছে বলেও জানিয়েছেন পেন্স। বলেন, ‘আমাদের টিকা নিতে দেখে আমেরিকাবাসীর মনোবল বাড়বে। টিকা সুরক্ষিত ও নিরাপদ, এই বার্তাও সবার কাছে পৌঁছাবে।’
আমেরিকায় কোভিড টিকা বিতরণের দায়িত্বে রয়েছে দেশটিরন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিস (এনআইএআইডি)।