ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকে যুগোপযোগী ও দৃষ্টিনন্দন রূপ দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
তিনি বলেন, ‘টিএসসির বিষয়টি প্রধানমন্ত্রী দেখভাল করছেন এটা সত্য। দেখভাল মানে তিনিই নির্দেশনা দিয়েছেন। তবে এটার বিষয়ে কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি।’
এদিকে টিএসসি ভেঙে ফেলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ। তিনি বলেন, নকশা চূড়ান্ত হয়ে এলে মন্তব্য করা যাবে। প্রয়োজনে নকশাটি উন্মুক্তও করা যেতে পারে। এটুকু বলতে পারি, টিএসসি ভেঙে ফেলার কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।