গতকাল ২৬-০৭-২১, বিকাল টা থেকে শুরু হওয়া মুষলধারে টানা বৃষ্টিতে দেশের অন্যান্য এলাকার মতো কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন গ্রামের শত শত ঘর বাড়ি পানি বন্দী হয়ে গেছে ।
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শত শত মহিলা শিক্ষার্থীদের একমাত্র স্বতন্ত্র মহিলা বিদ্যাপীঠ, হ্নীলা উম্মে সালমা (র.) মহিলা মাদ্রাসাও হাটু সমান পানিতে প্লাবিত হয়ে গেছে। ক্ষুদ্র খালগুলো সংস্কার না হওয়ায় পানি চলাচল ও নিষ্কাশনের বিকল্প উপায় না থাকায় চতুর্দিকে থৈ থৈ পানি বিরাজ করছে।
মাদরাসার প্রিন্সিপাল মাওলানা এনামুল হক মনজুর প্রেজেন্ট নিউজকে জানান টানা বর্ষণে অফিস, ক্লাস রুম সহ পুরো মাদ্রাসা হাটু সমান পানিতে প্লাবিত হয়ে গেছে। বই পুস্তক,আসবাবপত্র সহ মাদ্রাসার গুরুত্বপূর্ণ শিক্ষা সমগ্রীর ব্যপক ক্ষয় ক্ষতি হয়েছে ।
মাওলানা এনামুল হক মনজুর প্রতি বছর টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার ক্ষয় ক্ষতি থেকে এলাকাবাসীকে রক্ষা করার জন্য যথাযথ ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য জন প্রতিনিধিদের প্রতি আহবান জানান।
পাশাপাশি হ্নীলা উম্মে সালমা(র.) মহিলা মাদ্রাসার সকল শুভাকাঙ্খী অভিভাবক সহ দ্বীন প্রিয় সকলকে মাদ্রাসার এ সংকটকালে পাশে দাড়াঁনোর আহবান জানান।