টানা ভারী বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উম্মে সালমা ( রা.) মহিলা মাদরাসা। হ্নীলার একমাত্র বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটির এ ক্ষয়ক্ষতির নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছে সংশ্লিষ্ট শিক্ষকও শিক্ষার্থীরা।
প্রেজেন্ট নিউজের টেকনাফ সংবাদ দাতা সরজমিন পরিদর্শন করে জানান, ৯ টি শ্রেণি কক্ষ এবং ১টি অফিস কক্ষসহ মোট ২ টি টিনশেডের সেমিপাকা অবকাঠামোর
আসবাব পত্র নষ্ট হয়ে পড়েছে। এছাড়াও নিচের ফ্লোরে গর্তের সৃষ্টি হয়েছে। পাশাপাশি মাদরাসার বাউন্ডারি বেড়া ডুমড়েমুছড়ে গেছে। এসব ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ এনামুল হক মঞ্জুর বলেন, গত ২৬ জুলাই হতে শুরু হওয়া মুষলধারে টানা বৃষ্টিতে আমাদের মাদরাসার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ ২ লক্ষ টাকা। এতবড় অংকের অর্থ বেসরকারিভাবে পরিচালিত অত্র মাদরাসাটির পক্ষে পুষিয়ে ওঠা কঠিন হয়ে পড়েছে।
মাদরাসার প্রিন্সিপাল মাওলানা এনামুল হক মনজুর সর্বস্তরের বিত্বশালী, শিক্ষানুরাগী এবং মাদরাসার শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের মাদরাসার পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং মাদরাসার জন্য সকলের কাছে দোয়ার আবেদন করেছেন।