পুরান ঢাকার বংশাল এলাকার মোগলটুলীতে জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে এলাকায় বিক্ষোভ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। বিক্ষোভের একপর্যায়ে তারা স্কুলটির নতুন নামে কালি লেপটে দেন। বিক্ষোভে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সবশেষ নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব-উন-নবী খানসহ দুই শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
স্থানীয়রা জানিয়েছেন, ২০০৬ সালে প্রতিষ্ঠিত স্কুলটির নাম ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়। সম্প্রতি সিটি করপোরেশন নাম পরিবর্তন করে রাখে পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়। এর প্রতিবাদে আজ রবিবার দুপুরে বংশাল চৌরাস্তা থেকে স্কুল অভিমুখে একটি বিক্ষোভ মিছিল করে বিএনপি।
নাম পরিবর্তনের বিষয়ে ডিএসসিসির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের সর্বোচ্চ ফোরাম বোর্ড সভায় স্কুলটির নাম পরিবর্তন করা হয়।
বিক্ষোভ মিছিল ও স্কুলের নতুন নাম মুছে দেওয়ার পর নবাবপুর রোডের জাবিন টাওয়ারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপির নেতা-কর্মীরা। সমাবেশে ইশরাক হোসেন বলেন, এই সিটি করপোরেশনে যাঁরা দায়িত্বপ্রাপ্ত, তাঁরা নির্লজ্জ মানসিকতা দেখিয়েছেন। আপনারা সহনশীলতার রাজনীতিতে আসেন। নাম পাল্টিয়ে জনগণের মন থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না।