জেলা প্রতিনিধি(মানিকগঞ্জ) মানিকগঞ্জ সদর উপজেলায় পারিবারিক দ্বন্দ্ব ও জমি সংক্রান্ত বিরোধে দুই ছেলে মিলে বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে।।এ ঘঠনায় পুলিশ দুইছেলের স্ত্রী, ছোট ছেলে ও ভাগ্নে সহ আটক করেছে। সদর উপজেলার উকিয়ার গ্রামে ২৫(সেপ্টেম্বর) রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এমন ঘঠনা ঘটে।
নিহতের স্বজনরা জানান”নিহত আরশেদ আলী দুটি বিয়ে করেন।প্রথম স্ত্রীর মৃত্যুর পর ৫মাস আগে আরশেদ আলী দ্বিতীয় বিয়ে করেন। এই বিয়েতে তার দুছেলের মত ছিলো না। বাবার দ্বিতীয় বিয়েতে দুইছেলে বাধা দেন। দুই ছেলের বাঁধা উপেক্ষা করেই তিনি বিয়ে করেছিলেন। এই নিয়ে দুই ছেলের সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব ছিলো। আর এই বিয়ে কে কেন্দ্র করে দুই ছেলে বাবাকে বাড়িতে আশ্রয় না দিলে তিনি বাড়ি থেকে কিছু দূরে অন্য একটা জমিতে দ্বিতীয় স্ত্রী কে নিয়ে আলাদা বাড়ি করে থাকতেন। রবিবার সকালে ক্ষেতে পানি দিতে গেলে তার দুই ছেলে তাকে হাতুড়ি দিয়ে পিটালে ঘটনাস্থলেই আরশেদ আলীর মৃত্যু হয়।
মানিকগঞ্জ সদর থানার পুলিশ ওসি আবদুর রউফ সরকার প্রেজেন্ট নিউজকে জানান “এ ঘটনায় দুই ছেলের স্ত্রী, ছোট ছেলে খোরশেদ আলী ও ভাগ্নে আহাদকে আটক করেছে পুলিশ। পলাতক বড় ছেলে খবির কে গেপ্তারের অভিযান চলছে।সাথে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”