ময়মনসিংহের ভালুকা উপজেলায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই আফাজ উদ্দিন (৩৫) খুন হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার রাজৈ ইউনিয়নের চান্দাব গ্রামে এ ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, পারিবারিক বিরোধের জের ধরে দুপুরে রমিজ ও তার ছোট ভাই আফাজের ঝগড়া হয়। এ সময় বড় ভাই রমিজ দা দিয়ে ছোট ভাইকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা।
পরে তাকে ঢাকায় নেওয়ার পথে গাজীপুরের নয়নপুর এলাকায় সন্ধ্যা ৭টার দিকে মারা যান আফাজ উদ্দিন।মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।