শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে দুই সাবেক ছাত্রলীগ নেতাকে চড়-থাপ্পড় মারার অভিযোগ এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের বিরুদ্ধে।
মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ও ধানমন্ডি-৩২-এ জাতির জনকের প্রতিকৃতির সামনে পৃথকভাবে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সকাল নয়টায় পুস্পস্তবক অর্পণ শেষে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ধানমন্ডির উদ্দেশ্যে যান। এ সময় পেছনে পড়ে যান ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস। তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনের গাড়িতে করে আসার জন্য এগিয়ে আসছিলেন। তখন ইব্রাহিমের গাড়ির পেছনে প্রটোকল দিতে আসা ছাত্রলীগের নেতাকর্মীদের গায়ের সাথে ধাক্কা লাগে সঞ্জিতের। এতে তাৎক্ষণিক ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সভাপতি রুবেল শিকদারের গালে চড় মারেন সঞ্জিত।






