শেখ জনুরুদ্দীন রহ. দারুল কোরআন চৌধুরীপাড়া মাদরাসার সাবেক মুহাদ্দিস, ফেনী মুন্সীরহাট দারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা রিদওয়ান হাবীব (৫৬) অসুস্থ। ডায়াবেটিস, প্রেসার, ইউরিন ইনফেকশন ও কিডনি রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার মিরপুরে কিডনি ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এতথ্য নিশ্চিত করেছেন তার ভাগিনা মাওলানা নুরুল করিম আকরাম।
তিনি বলেন, আমার বড় মামা মাওলানা রিদওয়ান হাবীব দীর্ঘ দুই বছর যাবত নানাবিধ রোগে ভুগছেন। ডায়াবেটিস, প্রেসার, ইউরিন ইনফেকশন ও কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি ঢাকার মিরপুরে কিডনি ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি আছেন।
মাওলানা রিদওয়ান হাবীবের সুস্থতার জন্য মাওলানা নুরুল করিম আকরাম নিজের ও পরিবারের পক্ষ থেকে দেশব্যাপী ছড়িয়ে থাকা তার শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়ার আহ্বান করেছেন।