একটি ভবন হেঁটে গেলো নতুন স্থানে। চীনে ঘটেছে এমন ঘটনা। চীনের সাংহাইয়ের পূর্বাঞ্চলীয় হুয়াংপু জেলার ৮৫ বছরের পুরনো ৫ তলা স্কুল ভবনকে হাঁটিয়ে নতুন স্থানে স্থাপন করেছেন প্রকৌশলীরা। এমন একটি অভাবনীয় ঘটনা প্রত্যক্ষ করে বিস্মিত হয়েছেন স্থানীয়রা।
৮৫ বছর পুরনো একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পুরোটা মাটি থেকে তুলে নতুন জায়গায় স্থানান্তর করা হয়েছে। এই কাজে ব্যবহার করা হয়েছে নতুন এক ধরনের প্রযুক্তি। এই প্রযুক্তিকে ওয়াকিং মেশিন বলে ডাকা হচ্ছে।
সাংহাই এভোলিউশন শিফট নামের কোম্পানি ২০১৮ সালে এই প্রযুক্তি উদ্ভাবন করে। কোম্পানির প্রধান কারিগরি সুপারভাইজার ল্যান উজি বলেন, এটি হলো ভবনকে ক্রাচ দেওয়ার মতো, যাতে করে এটি দাঁড়াতে এবং পরে হাঁটতে পারে।
সূত্র: সিএনএন