চীনের উপহার দেওয়া করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হচ্ছে আগামী মঙ্গলবার (২৫ মে) থেকে। এদিন টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন, শিক্ষার্থী, চিকিৎসক এবং নার্সদের এ টিকা দেওয়া হেবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া চীনের টিকা ইতোমধ্যে অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন,
আগামী ২৫ মে চীনের টিক দেওয়া শুরু হবে। এ টিকা সম্মুখসারির যোদ্ধারা অগ্রাধিকারভিত্তিতে পাবেন। ঢাকা মেডিকেল কলেজে স্বাস্থ্যমন্ত্রী টিকাদানের উদ্বোধন করবেন। হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক, পঞ্চম বর্ষের শিক্ষার্থী ও নার্সিং শেষ বর্ষের শিক্ষার্থীরা এ টিকা পাবেন।
জানা গেছে, এ পর্যন্ত ১৫টি টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন পেয়েছে। এরমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন পেয়েছে ছয়টি। চীনের সিনোফার্মের বিবিআইবিপি-করভি টিকা অনুমোদন পায় ৭ মে। এরপর ১২ মে বাংলাদেশে চীন উপহারের পাঁচ লাখ ডোজ টিকা আসে। দ্বিতীয় ধাপে আরও ছয় লাখ ডোজ টিকা দেবে দেশটি।