দিনাজপুর নার্সিং কলেজ ক্যাস্পাসের নার্সিং হলে তিথি আকতার (১৮) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার পূর্ব মুহূর্তে বান্ধবীদের উদ্দেশ্যে একটি চিরকুট লিখে গেছেন। তিনি সেখানে লিখেছেন, ‘আমাকে ক্ষমা করে দিয়ো সবাই, কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি। বিদায় বান্ধবীরা।
সোমবার বেলা পৌনে ১২টার সময় দিনাজপুর নার্সিং কলেজ ক্যাস্পাসের নার্সিং হলের তৃতীয় তলার ৩০৭ নাম্বার রুম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
তার সহপাঠিরা জানান, তিথি আকতার দীর্ঘদিন ধরে মেয়েলি রোগে ভুগছিল। সে কারণেই হতাশা থেকে হয়তো এই পথ বেছে নিয়েছে।
দিনাজপুর নার্সিং কলেজের অধ্যক্ষ মাগদেলেনা সরেন জানান, সকালে সে ডাইনিং এ দেরিতে আসে। এ সময় তার বান্ধবীরা তাকে তাড়াতাড়ি নাস্তা করে পরীক্ষার রুমে আসার জন্য বলে চলে যায়। পরে সে নাস্তা শেষ করে রুমে চলে যায়। কিন্তু সকাল ৯টায় পরীক্ষা শুরু হলেও সে পরীক্ষায় অংশ গ্রহণ করেনি। পরে তার কক্ষে গিয়ে সিলিং ফেনের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় রশি ঝুলতে দেখা যায়।সঙ্গে সঙ্গে তার লাশ উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন , পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে । তিথির আত্মহত্যার পিছনে কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখার জন্য পুলিশ অবশ্যই কাজ করবে।