শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আমাদের দেশের তরুণদের চাকরি পেতে মাল্টি-স্কিল ওয়ার্কফোর্স হিসেবে গ্র্যাজুয়েটদের তৈরি হতে হবে ।
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের সেরা ফলাফলধারী ৩০ শিক্ষার্থীকে প্রথমবারের মতো ভাইস চ্যান্সেলর’স এওয়ার্ড (স্বর্ণপদক) প্রদান অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ তুলে ধরে নওফেল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রেও এত গ্র্যাজুয়েটের এমপ্লয়মেন্ট হয় না। এই বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মাথায় রাখতে হবে। পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু লাখ লাখ গ্র্যাজুয়েটের কর্মসংস্থান নেই।