বুধবার চাঁদপুর জেলা হাজিগঞ্জ পৌরসভা ১নং ওয়ার্ড বলাখালের বাসিন্দা, বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কাজী মিজানুর রহমান (৬১) ঢাকার একটি হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।
মৃতের পরিবারের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক টিমকে কাফন- দাফন কাজে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।
গতরাত ১১: ৩০ মিনিটে স্বেচ্ছাসেবক টিম প্রধান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা সেক্রেটারি হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়ার নেতৃত্বে সেচ্ছাসেবক টিম মৃতের বাড়ীতে গিয়ে গোসল, জানাজা ও দাফন কার্য সম্পন্ন করেন।
সেচ্ছাসেবক টিমে যারা দায়িত্ব পালন করেছেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা জয়েন্ট সেক্রেটারি, মুহাম্মাদ কামাল গাজী, সদস্য, আলহাজ্ব খোরশেদ আলম সর্দার, সহকারি প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা সরাফত উল্লাহ,
ইসলামী শ্রমিক আন্দোলন হাজীগঞ্জ উপজেলা সেক্রেটারি, মোশারফ হোসেন (মনা), ইশা ছাত্র আন্দোলন ২ নং বাকিলা ইউনিয়ন সভাপতি, আব্দুল কাদের প্রমূখ।