২৮ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলার চকরিয়া থানার ভেওলা মানিকচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম এর নির্বাচনী অফিস ভাংচুর করে নেতা-কর্মীকে আহত করেন সাবেক চেয়ারম্যান বদিউলআলম এর সমর্থকরা।
ঘটনাস্থলে স্থানীয়রা জানান,গতকাল রাত সাড়ে ১০টার দিকে বদিউল আলমের নামে নৌকা প্রতীকের ঘোষণা আসলে সমর্থকরা আনন্দন মিছিল বের করে এবং এস এম জাহাঙ্গীর আলমের নির্বাচনী অফিস ভাংচুর করে।
এস এম জাহাঙ্গীর আলম বলেন, “আনন্দ মিছিল নামে অতর্কিতভাবে হামলা করে আমাদের নির্বাচনী অফিস ভাংচুর,নেতা-কর্মীদের কুপিয়ে জখম করা হয়। শান্ত পরিবেশকে অশান্ত করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।”
চকরিয়া থানার এস আই আল আমিন প্রেজেন্ট নিউজ ডট নেট কে জানান, “উক্ত ঘটনায় উভয় দলের মধ্যে ৫/৬ জন আহত হয়েছে বলে স্থানীয় ভাবে জানা যায়।”
আহতদের মধ্যে রাজা মিয়া, সাইফুল ইসলাম, আবুল হাশেম বদিউল আলম এর সমর্থক বলে জানা যায়। তাদেরকে চিকিৎসার জন্য চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগ থেকে জানান, রাত সাড়ে ১০টায় উক্ত ঘটনায় উভয় দলের মোট ৯ জনকে চকরিয়া স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।