গত পাঁচ বছরে দেশে দুর্নীতি কিছুটা কমেছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আজ দুপুরে এ বিষয়ে দুদক চেয়ারম্যান জুমে এক প্রতিক্রিয়ায় বলেন, এ প্রতিবেদনের কারণে দুদকের দায়িত্ব আরো বেড়েছে।
ভিডিও কনফারেন্সে তিনি বলেন, ‘দুর্নীতি যে শুধু সরকারি খাতে তা না। সর্বব্যাপী দুর্নীতির বিস্তৃতি রয়েছে। এতে কোনো সন্দেহ নেই। সমস্যা আছে, দুর্নীতি আছে। দুর্নীতির বিষয়ে আমরা যেমন কঠোর, সরকারের কমিটমেন্টও (প্রতিশ্রুতি) কঠোর।’
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের গ্লোবাল করাপশন ব্যারোমিটার-এশিয়া-২০২০ শীর্ষক প্রতিবেদন নিয়ে মন্তব্যে তিনি এসব কথা বলেন।
‘বিগত কয়েক বছরে দুর্নীতির মাত্রা কিছুটা কমেছে বলে আমার ব্যক্তিগত ধারণা’ যোগ করেন কমিশনের চেয়ারম্যান।
সম্প্রতি প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এ প্রতিবেদনে এশিয়ার বিভিন্ন দেশের দুর্নীতিসহ নানা অবস্থার কথা উঠে এসেছে। এতে বলা হয়েছে, দেশের ৭২ শতাংশ মানুষই মনে করেন সরকারি দুর্নীতিই সবচেয়ে বড় সমস্যা। প্রতিবেদনে আরও বলা হয়, দেশের ৮৬ শতাংশ মানুষ দুদকের ওপর আস্থা রাখেন।