আদালত বসুন্ধরা গ্রুপের এমডি আনভীরকে দেশ ত্যাগ করতে নিষেধ করেছেন, অথচ তিনি ইতিমধ্যে বাংলাদেশের বাইরেই রয়েছেন।
রাজধানীর গুলশান এলাকায় একটি কলেজ ছাত্রীর “আত্মহত্যার অভিযোগে” মামলা দায়েরের পর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে দেশ ছাড়তে বাধা দিয়েছে ঢাকার একটি আদালত।
মঙ্গলবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশের দায়ের করা আবেদনের জবাবে এ আদেশ দেন বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জেলা প্রশাসক (প্রসিকিউশন) জাফর হোসেন।
ডিএমপির ডেপুটি কমিশনার (গুলশান বিভাগ) সুদীপ কুমার চক্রবর্তীও এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ যথাযথ প্রক্রিয়া শেষে আদালতে আবেদন করে। একই সাথে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে বলা হয়েছিল যাতে সায়েম সোবহান দেশ ছাড়তে না পারেন।
তবে বিমানবন্দর পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার রাত ১০.৪০ মিনিটে সায়েম সোবহান আনভীর একটি কার্গো ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছিলেন।
সোমবার রাতে রাজধানীর গুলশান এলাকায় একটি ফ্ল্যাট থেকে পুলিশ ২১ বছরের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
নিহত মোশারাত জাহান মুনিয়া কুমিল্লার বাসিন্দা মৃত শফিকুর রহমানের মেয়ে। পুলিশ জানিয়েছে, তিনি রাজধানীর একটি কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
সূত্র- টিবিএস