উদার গণতান্ত্রিক সূচকে বাংলাদেশ পিছিয়ে পড়েছে পাকিস্তান ও আফগানিস্তানের থেকেও।
সুইডেনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ভ্যারাইটিজ অব ডেমোক্রেসির (ভি-ডেম) প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে। ‘অটোক্রাটাইজেশন গোজ ভাইরাল’ শীর্ষক এই প্রতিবেদনটি গত ১১ মার্চ প্রকাশিত হয়েছে।
এতে বলা হয়েছে,
উদার গণতান্ত্রিক সূচকে (লিবারেল ডেমোক্রেসি ইনডেস্ক) ১৭৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫৪তম। স্কোর শূন্য দশমিক ১। গতবারের চেয়ে স্কোর কমেছে শূন্য দশমিক ০১৯।
অন্যদিকে এই তালিকায় পাকিস্তানের অবস্থান ১১৬তম। তাদের স্কোর শূন্য দশমিক ২৫। তালিকায় ১২৯তম অবস্থানে থাকা আফানিস্তানের স্কোর শূন্য দশমিক ১৯। প্রতিবেদনে বলা হয়েছে, শাসনতান্ত্রিক দিক থেকে বাংলাদেশ আছে ‘নির্বাচনভিত্তিক স্বৈরতন্ত্র’ (ইলেকটোরাল অটোক্রেসি) বিভাগে।
সর্বোচ্চ শূন্য দশমিক ৮৮ স্কোর নিয়ে তালিকার শীর্ষে আছে ডেনমার্ক। শীর্ষ ১০ দেশের আটটিই ইউরোপের। আর শূন্য দশমিক ০১ স্কোর নিয়ে তালিকার তলানিতে রয়েছে আফ্রিকার দেশ ইরিত্রিয়া।