শোয়াইব আলম, দৌলতপুর থানা প্রতিনিধি।।
খুলনার তৃতীয় বৃহতম ব্যস্ততম জনবহুল খেয়া পারাপারের জনদুর্ভোগ নিরাসনে দৌলতপুর বাজার খেয়াঘাটকে লঞ্চঘাটে স্থানান্তর করতে চলছে গণ স্বাক্ষর কর্মসূচি।
(১৭ জুলাই) সকাল থেকে দৌলতপুরে দিঘলিয়া খেয়াঘাট অংশে সর্বস্থরের ভুক্তভোগী জনগণের আয়োজনে এই গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়।
অনেক সমস্যার মধ্যে কিছু উল্লেখযোগ্য সমস্যা তুলে ধরে বক্তারা বক্তব্যর মধ্যে বলেন, ষ্কুল ও কলেজগামী ছেলেমেয়ে, বৃদ্ধ ও বৃদ্ধাদের পার হতে সীমাহীন কষ্ট। অসুস্থ রোগীদের পার হয়ে হাসপাতাল পর্যন্ত যাওয়ার কোন ব্যাবস্থা নেই। লাগেজ থাকলে তা নিয়ে বাজারের চিপা গলি পথে মেইন রাস্তা পর্যন্ত যাওয়ার কোন সুব্যাবস্থা নেই এসব সমস্যার মধ্যে প্রতিদিন পার হয়ে যাওয়া আসা করতে হয় হাজার হাজার নরনারী, বৃদ্ধ বৃদ্ধা শিশু ও অসুস্থ রোগীদের।
তাই আমাদের মাত্র একটাই দাবী জনস্বার্থে ঘাটের দৌলতপুর অংশকে স্থানান্তর করে সহজে পারাপারের সু ব্যাবস্থা করা। ঘাট কর্তৃপক্ষ বা নৌকার মাঝিদের বিপক্ষে আমাদের কোন বক্তব্য নেই এবং এইটা একটি দল নিরপেক্ষ গন উদ্যোগ।
সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে আপনিও এগিয়ে আসুন। দাবী পুরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। প্রতিটি কর্মসূচিতে আপনাদের সহযোগীতা কামনা করেন।