মুহাম্মাদ ফরহাদ মোল্লা খুলনা প্রতিনিধিঃ রূপসা উপজেলা প্রশাসক এর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে গতকাল ৯ ডিসেম্বর সকালে অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ
সম্পাদক মোঃ ফরিদ শেখের সভাপতিত্বে ও সাংবাদিক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন দুর্নীতি দমন
কমিশনের উপ-পরিচালক মাহমুদুল হাসান শুভ্র। এতে আরও বক্তব্য প্রদান করেন নির্বাচন কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন, কৃষি সম্প্রসারণ
কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক, এস আই জুয়েল রানা, শামসুর রহমান, ওবায়েদ ফারাজী, রুমানা আক্তার রূপা প্রমূখ।