রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর প্রায় ২৫ হাজার স্থায়ী শ্রমিককে স্বেচ্ছা অবসরে পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদে খুলনায় পাটকল শ্রমিকরা যে আন্দোলন শুরু করেছেন তার কর্মসূচি স্থগিত করা হয়েছে।
এই আন্দোলনের নেতৃত্ব দেওয়া বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় কর্মসূচি স্থগিতের কথা জানায়।
পাটকল বন্ধ সংক্রান্ত কোনো চিঠি এখনো মিলে না আসায় চলমান অবস্থান কর্মসূচি এবং বুধবার থেকে শুরু হতে যাওয়া আমরণ অনশন কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।
প্লাটিনাম জুট মিলে সন্ধ্যায় শ্রমিক সমাবেশে মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। একইভাবে অন্য আটটি পাটকলের শ্রমিক নেতারা কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। তারা জানান, আজ থেকে যথারীতি মিলের উৎপাদন কাজ চলবে।